মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগান নেতৃবৃন্দকে তালেবানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার নিয়ে তার কোন অনুশোচনা নেই।
সাংবাদিকদের বাইডেন বলেন, আফগান নেতাদের একত্রিত হতে হবে। তাদের নিজেদের জন্যই নিজেদের লড়াই করতে হবে।
বাইডেন আরো বলেন, যুক্তরাষ্ট্র আফগান সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।
তবে দু’দশকের যুদ্ধের পর ৩১ আগস্টের মধ্যে মার্কিন সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে তার কোন অনুশোচনা নেই বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, ৯০ দিনের মধ্যে তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নিতে পারে। তবে গত মাসে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানিয়েছিলেন, আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের ছয় মাসের মধ্যে তালেবান কাবুল দখল করতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়েছে।
অপরদিকে, আফগানিস্তানের সেনাপ্রধান ওয়ালি মোহাম্মাদ আহমাদজাইকে বরখাস্ত করে জেনারেল হেবাতুল্লাহ আলীজাইকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। জেনারেল আলীজাই এতদিন আফগান বিশেষ বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। ওই পদে সেনাবাহিনীর ২১৫ নম্বর ডিভিশনের কমান্ডার সামি সাদাতকে নিয়োগ দেয়া হয়েছে।
প্রেসিডেন্ট আশরাফ গনি মাত্র দু’মাস আগে জেনারেল ওয়ালি মোহাম্মাদ আহমাদজাইকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন।