দৌলতদিয়া ফেরিঘাটে যানবাহনের চাপ

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বেড়েছে ঢাকামুখী যানবাহনের চাপ।  গভীর রাত থেকে এখানে পারাপারের জন্য অপেক্ষায় শতশত যান।  ফলে দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ লাইন।

আজ বুধবার সকাল থেকেই দেখা যায়, নদী পারের অপেক্ষায় থাকা বিভিন্ন পণ্যবাহী বোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসের সারি। যা প্রায় পাঁচ কিলোমিটার এলাকা পর্যন্ত দাঁড়িয়েছে।


১৯ দিনের লকডাউন শেষে গণপরিবহন চলাচল শুরু করায় দেখা দিয়েছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীবাহী বাসের চাপ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, লকডাউন শেষ হওয়ার কারণে ঘাটে একযোগে চাপ বাড়ছে।  একইসঙ্গে শিমুলিয়া-কাঠালবাড়ি রুটের গাড়ি দৌলতদিয়া ঘাটে আসছে।  বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৩টি ফেরি চলাচল করছে বলেও জানান তিনি।  

এর আগে, সারা দেশে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করে রোববার (৮ আগস্ট) বিকেলে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।  যেখানে বুধবার (১১ আগস্ট) থেকে সব ধরনের অফিস ও কলকারখানা খোলার অনুমতি দেওয়া হয়। এবং বলা হয়, শপিংমল ও বাজার সকাল ১০টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, গত ৩ আগস্ট অনুষ্ঠিত কোভিড-১৯ সংক্রমণের পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বিধিনিষেধের অনুবৃত্তিক্রমে কিছু শর্ত সংযুক্ত করে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো।
- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img