তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে যোগ্যতা অনুযায়ী চাকরি দেয়া হবে: জেলা প্রশাসক

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে যোগ্যতা অনুযায়ী চাকরি দেয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান।

রোববার (৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন, ডিজিটাল ও উন্নত দেশ গঠনে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর ভূমিকা থাকা আবশ্যক। তাদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। জেলা প্রশাসকের কার্যালয়েও অস্থায়ী ভিত্তিতে তাদের চাকরি প্রদান করা হবে। ইতোমধ্যে সমাজসেবা কার্যালয় এবং বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে সম্পৃক্ত করে চট্টগ্রামে তৃতীয় লিঙ্গের অধিকাংশকে কম্পিউটার, সেলাই মেশিন চালানোসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর প্রাতিষ্ঠানিক কর্মসংস্থানের জন্য জেলা প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করে।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘করোনা মহামারির এ কঠিন সময়ে আমরা চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়াতে। মানুষকে খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করতে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান করার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করেছি। গত এপ্রিল মাসেও প্রায় ৩০০ জনকে প্রধানমন্ত্রীর উপহার প্রদান করেছি।’

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মোট ৪৫০ জনের প্রত্যেককে ১০ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি ডাল, এক কেজি আটা, এক কেজি লবণ, এক কেজি চিনি ও এক প্যাকেট বিস্কুট দেয়া হয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img