টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে নুরুল হক নুর (৪৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। র‍্যাবের দাবি, নিহত নুর একজন ডাকাত ছিল। এসময় ঘটনাস্থল থেকে ৫টি অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বুধবার দিবাগত ভোররাতে উপজেলার দমদমিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল হক টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোছনী ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের মৃত আবুল বশরের ছেলে।

এসময় র‍্যাবের দুই সদস্য আহত হয়। তারা হলেন, সিপিএ মো. ইয়াছিন (২৮), কনস্টেবল মো. মাহফুজুল আলম (৩০)।

র‍্যাব সুত্রে জানা যায়, কক্সবাজার র‍্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের একটি টিম নুরুল হকের আস্তানায় অভিযানে গেলে র‍্যাবের অবস্থান টের পেয়ে ডাকাত গ্রুপের সদস্যরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র‍্যাবও গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে নুরুল হককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার র‍্যাব-১৫ এর সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানিয়েছে, নুরুল আলম নুরু একজন চিহ্নিত ডাকাত। সে নিজের নামে একটি ডাকাত বাহিনী গড়ে তুলে রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, খুন ও মাদক কারবারসহ নানা অপরাধ সংঘটন করত। এসব অভিযোগে জড়িত থাকার অভিযোগে টেকনাফ থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img