আর্জেন্টিনা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। তবে লাতিন আমেরিকার আরেক দেশ ব্রাজিল অলিম্পিক গেমসের পুরুষ ফুটবলে সেমিফাইনালে উঠেছে। মিসরকে শেষ চারে জায়গা করে নেয় তারা।
আজ শনিবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে ১-০ গোলে জিতেছে ব্রাজিল। ম্যাচে তাদের জয়ের নায়ক চুনহা মাথেউস। মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার ম্যাচের জয়ী দলে বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল।
ম্যাচের ৩৭ মিনিটে বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করন চুনহা।
২০১৬ সালে রিও অলিম্পিকেও স্বর্ণ জিতেছিল ব্রাজিল। সেবার দলে ছিলেন নেইমার। টোকিওতে অবশ্য তিনি নেই।
এদিকে শেষ চারে উঠেছে স্পেন ও স্বাগতিক জাপান। আইভরি কোস্টের বিপক্ষে ৫-২ গোলে জিতে সেমিতে উঠে স্পেন। ম্যাচের নির্ধারিত সময় ২-২ গোলে সমতা ছিল। পরে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে তিন গোল করে শেষ চারে ওঠে স্পেন।
আর জাপান কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচটি গোলশূন্য ড্র ছিল।