লকডাউনের অষ্টম দিনে রাজধানীতে গ্রেপ্তার ৩৮১

করোনার সংক্রমণ কমাতে সরকারের ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়ন করতে গিয়ে রাজধানীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৩৮১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৩০ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে ১০৮ জনসহ ৩২১টি গাড়ির মালিককে ৮ লাখ ৮৪ হাজার ৯৪০ টাকা জরিমানা করা হয়।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম বলেন, কঠোর বিধিনিষেধের মধ্যে অহেতুক ঘোরাফেরা করায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৮১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি আরও বলেন, বিধিনিষেধ বাস্তবায়নে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকারের নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি নাগরিকদের স্বাস্থ্যবিধি বিষয়েও সচেতন করা হচ্ছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img