লকডাউনে রোগীদের জন্য সিএমপির বিনামূল্যে পরিবহন সেবা

চলমান লকডাউনে রোগীদের দুর্ভোগ কমাতে পরিবহন সেবা চালু করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উত্তর বিভাগ। ফোন করলেই এ সেবা বিনামূল্যে দেবে পুলিশ।

শুক্রবার (৩০ জুলাই) সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবার উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু বক্কর সিদ্দিক, উত্তর বিভাগের চার থানার অফিসার ইনচার্জসহ, কমিউনিটি পুলিশিং উত্তর বিভাগের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ এবং কর্মকর্তাবৃন্দ।

মোখলেছুর রহমান বলেন, উক্ত ফ্রি রোগী পরিবহন সার্ভিসে ১টি এম্বুলেন্স, ১টি মাইক্রোবাস ও ১৮টি সিএনজি সম্পূর্ণ বিনামূলে রোগী পরিবহন সেবা দিতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, লকডাউন চলাকালীন সময়ে ২৪ ঘণ্টা এই সেবা চালু থাকবে। জরুরি রোগী পরিবহনে কোন সংকট দেখা দিলে সিএমপির উত্তর বিভাগের চারটি থানায় ডিউটি অফিসারের নম্বরে যোগাযোগ করলে এই ফ্রি পরিবহন সেবা মিলবে। সিএমপি’র উত্তর বিভাগ এলাকা হতে চট্টগ্রাম মহানগরের যেকোন স্থানে বিনামূল্যে রোগী পরিবহনে এই সেবা পাওয়া যাবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img