হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত যাত্রীদের কোয়ারেন্টাইনে পাঠাতে প্রায়ই ঝামেলায় পড়তে হচ্ছিল কর্মকর্তাদের। যাত্রীরা ফ্লাইট থেকে নামার পর সহসাই কোয়ারেন্টাইনে যেতে চাইতেন না। এ নিয়ে হইহুল্লা, চিৎকার ও বিক্ষোভ করার চেষ্টা ছিল প্রায়ই।
এবার সেই কোয়ারেন্টাইন কমিয়ে ১৪ দিন থেকে মাত্র তিনদিনে আনা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তারা জানান, শনিবার থেকে ওই ঝামেলা থেকে অনেকটাই মুক্তি পেতে যাচ্ছেন বিমান কর্মকর্তারা। আকাশপথে ফেরা যাত্রীদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন কমিয়ে মাত্র তিনদিনের করা হয়েছে।
এরমধ্যে করেনা সার্টিফিকেট নিয়ে ঢাকায় আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক নয়; তিনদিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। অপর যাত্রীরা তিনদিন কোয়ারেন্টাইনে থাকার পর করোনা পরীক্ষায় নেগেটিভ হলে তারা তিনদিনের হোম কোয়ারেন্টাইনে থাকবেন।
এছাড়া পজিটিভ হওয়া যাত্রীরা সরকার নির্ধারিত কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানিয়েছেন বেবিচক কর্মকর্তারা।
এ ব্যাপারে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, আন্ত মন্ত্রণালয়ের সিদ্ধান্তে বিদেশফেরত যাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টাইন কমিয়ে তিনদিন করা হয়েছে।
জানা গেছে, ভারত থেকে কেউ স্থলপথে এলে তাকে ঠিকই ১৪ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। আগে আকাশপথে এলেও ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা ছিল।